Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. 'নদী' এর সমার্থক শব্দ কোনটি?
সরিৎ
নগ
গিরি
বিহগ
 
2. সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় ---
৭ মিনিট
৮ মিনিট
৯ মিনিট
১০ মিনিট
 
3. What is the plural of 'Magus'?
Magus
Maguses
Magux
Magi
 
4. What type of man is quite the opposite type of 'Supercilious'?
Affable
Haughty
Disdainful
Wicked
 
5. What is the noun of the word 'Confess'?
Confession
Confess
Confusion
Confessionably
 
6. সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় ?
তিস্তা
ভৈরব
শ্যালা
মধুমতি
 

7. 'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
চলিত
সাধু
প্রাকৃত
কোল
 
8. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
সংস্কৃত
গৌড়ীয় প্রাকৃত
হিন্দি
আসামি
 
9. একই সুদে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪০০ টাকা হলে সুদের হার কত?
১২%
১০%
৮%
৬%
 
10. কোনটি তৎপুরুষ সমাস?
ভালোমন্দ
মধুমাখা
যথাসাধ্য
সত্যনিষ্ঠ
 

       

Try Again

Back To MCQ Page