Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, তিস্তা- ০৮.০১.১০
 
1. ৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?
৮,০০০ টাকা
৯,০০০ টাকা
৯,৫০০ টাকা
১০,০০০ টাকা
 
2. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?
১৭ এপ্রিল ১৯৭১
২৫ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
 
3. "অহঙ্কার" পতনের মূল ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
 
4. 'Benevolent'--এর সমার্থক শব্দ কোনটি?
Kind
Donor
Patron
Generous
 
5. একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?
৬ দিন
৮দিন
১০দিন
১২দিন
 
6. যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় --
অপুষ্পক উদ্ভিদ
সসুষ্পক উদ্ভিদ
মিথোজীবী উদ্ভিদ
স্বভোজী উদ্ভিদ
 

7. ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি?
ব্যারোমিটার
সিসমোমিটার
ল্যাকটোমিটার
থার্মোমিটার
 
8. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে ---
অককুটসল
দশমিক
হেকসা ডেসিমেল
বাইনারি
 
9. কোনটি শুদ্ধ বানান?
প্রতিদ্বন্দী
প্রতিদ্ন্দ্বী
প্রতিদ্বন্দ্বী
প্রতিদন্দি
 
10. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুর
এয়াকুব আলী
কাজী নজরুল ইসলাম
সিকান্দার আবু জাফর
 

       

Try Again

Back To MCQ Page