Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক, শিউলি- ০৯.১২.১১
 
1. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
সুফিয়া কামাল
 
2. কোন বানানটি শুদ্ধ?
ক্ষীনজীবী
ক্ষিনজীবী
ক্ষীণজীবী
ক্ষীণজিবি
 
3. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ----
কম হয়
বেশি হয়
ঠিক থাকে
কোনোটিই নয়
 
4. a+1a=4 হলে a2+1a2এর মান কত ?
১৪
১২
১৬
১৮
 
5. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উদ + যোগ
উৎ + যোগ
উদ্যো + গ
উত + যোগ
 
6. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
২৫ দিন
২৮ দিন
৩২ দিন
৩৫ দিন
 

7. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
১০
 
8. কোনটি শুদ্ধ বানান?
শশিভুসন
শশিভূষণ
শসিভূষন
শশিভুসণ
 
9. ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে?
মুনীর চৌধুরী
শওকত ওসমান
আবদুল্লাহ আল মামুন
মামুনুর রশীদ
 
10. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
চাঁদপুরে
সিরাজগঞ্জ
গোয়ালন্দ
ভোলা
 

       

Try Again

Back To MCQ Page