Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, মেঘনা- ২৪.০২.১২
 
1. একট বানর ১৩ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে?
১১ সেকেন্ড
১০ সেকেন্ড
৯ সেকেন্ড
৮ সেকেন্ড
 
2. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
১৫ দিন
২০ দিন
২৫ দিন
২৮ দিন
 
3. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
৫৬ বছর এবং ১৪ বছর
৩৬ বছর এবং ৯ বছর
৪০ বছর এবং ১০ বছর
৩২ বছর এবং ৮ বছর
 

4. ১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
২০
১৫
৩০
৪০
 
5. p+1p=5 হলে p3+1p3= কত ?
100
110
115
120
 
6. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
৭ ও ১১
১২ ও ১৮
১০ ও ২৪
১০ ও ১৬
 

       

Try Again

Back To MCQ Page