Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, যমুনা- ২৪.০২.১২
 
1. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
আকবর উদ্দীন
ইব্রাহীম খাঁ
দ্বিজেন্দ্রলাল রায়
শাহাদৎ হোসেন
 
2. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?
৩২ বছর
৪২ বছর
৬২ বছর
৫২ বছর
 
3. 4x2-13x-12এর উৎপাদক কত ?
(x-4)(4x+3)
(2x-4)(2x-3)
(2x-4)(2x+3)
(2x+4)(2x-3)
 
4. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
৩০%
২৫%
২২%
২০%
 
5. বরেন্দ্রভূমি বলা হয় ---
ময়নামতি ও লালমাই পাহাড়কে
শালবন বিহারকে
মধুপুর ও ভাওয়ালের গড়কে
রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে
 
6. ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
ভাল আবহাওয়ার
আসন্ন ঝড়ের
বৃষ্টির সম্ভাবনা
তাৎপর্যহীন
 

7. 'Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে ----
The brave is favoured by fortune
The brave are favoured by fortune
The brave has favoured by fortune
The brave shall be favoured by fortune
 
8. 'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
জহির রায়হান
সৈয়দ শামসুল হক
আনিস চৌধুরী
দাউদ হায়দার
 
9. কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
EU
UNICEF
UNHCR
UNESCO
 
10. ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
৯০০ টাকা
১০০০ টাকা
১১০০ টাকা
১৬০০ টাকা
 

       

Try Again

Back To MCQ Page