Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক নিয়োগ, কর্ণফুলী- ২৪.০২.১২
 
1. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
 
2. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
দস্তা
অ্যালুমিনিয়াম
তামা
পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
 
3. আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
ইরাক
ইরান
মিশর
লিবিয়া
 
4. কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে---
শনিবার রাত ১২টা
শনিবার সন্ধা ৬টা
রবিবার দুপুর ২টা
রবিবার সন্ধা ৬টা
 
5. I shall do it------pleasure. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
in
at
with
to
 
6. ১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
৩৩
৩৪
৩৬
৩০
 

7. খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
 
8. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে---
৫ ঘণ্টা
৬ ঘণ্টা
৭ ঘণ্টা
৮ ঘণ্টা
 
9. কোনটি শুদ্ধ বানান?
Agricultural
Agrecultural
Agrecaltural
Agricalturel
 
10. The man said, "Good morning my friends" বাক্যটির Indirect speech হবে----
The man bade his friends good morning
The man wished his friends good morning
The man had told his friends good morning
The man wishes his friends good morning
 

       

Try Again

Back To MCQ Page