Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, মিসিসিপি- ০৮.১১.১৩
 
1. Who called you a liar? বাক্যের passive voice হচ্ছে-
By whom are you called a liar?
By whom were you called a liar?
By whom you called a liar?
By whom was you called a liar?
 
2. Correct the following sentence. "He talks as if he (to be mad)"
He talks as if he were a mad
He talks as if he to be mad.
He talks as if he is mad.
He talks as if he be mad.
 
3. “বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কি?
পোষাক
সাজসজ্জা
উপকরণ
কেনাবেচা
 
4. কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়?
Upper
Less
Worst
Highest
 
5. “দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দৃশ + অনীয়
দৃশ্য + অনীয়
দৃশ্য + নীর
দৃশ +নীয়
 
6. a-1a=3 হলে, a2+1a2= কত?
7
9
11
13
 

7. ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়?
রোগ বিশেষ
অসম্ভব ঘটনা
প্রতারণা
সম্ভাব্য ঘটনা
 
8. “কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়?
বিশ্বাসপ্রবণ
সীমিত জ্ঞানের মানুষ
সাধারণ মানুষ
অলস
 
9. একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে ----
৩ : ৫
৪ : ৫
১ : ৫
২ : ৫
 
10. “কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
অপাদান কারক
অধিকরণ কারক
করণ কারক
সম্প্রদান কারক
 

       

Try Again

Back To MCQ Page