Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, দাজলা- ০৮.১১.১৩
 
1. লালবাগ কেল্লার আদি নাম-
আওরঙ্গবাদ দুর্গ
আজম দুর্গ
শায়েস্তাখান দুর্গ
পরীবিবির দুর্গ
 
2. He is envious --- my success বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
in
to
of
by
 
3. “আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
ঢাকার মালিবাগে
কুমিল্লার ময়নামতিতে
চট্টগ্রামের রাউজানে
উপরের কোনো স্থানেই নয়
 
4. সমুদ্রস্রোতের অন্যতম কারণ-
বায়ু প্রবাহের প্রভাব
সমুদ্রের ঘূর্ণিঝড়
সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
সমুদ্রের পানিতে তাপের তারতম্য
 
5. কোনটি পানিবাহিত রোগ?
টাইফয়েড
যক্ষ্মা
ইনফ্লুয়েঞ্জা
হাম
 
6. 1+2+3+4+------+19= কত?
180
184
188
190
 

7. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
১৬
 
8. একটি কাজ ক একা ১০ দিনে খ একা ১৫ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
৬ দিনে
৮ দিনে
১০ দিনে
১২ দিনে
 
9. ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
লালমনিরহাট
ভুরুঙ্গামারী
নীলফামারী
কুড়িগ্রাম
 
10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Ahsan is better today.
He prevented me to go.
I have a lot of furnitures for sale.
The bus service has been cancelled due to fog.
 

       

Try Again

Back To MCQ Page