Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, ঝিলাম- ০৮.১১.১৩
 
1. “বইপড়া” কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
 
2. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে শেষ করতে পারলে খ একা কাজটি করতে পারে?
২৪ দিনে
২৮ দিনে
৩০ দিনে
৩২ দিনে
 
3. বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রটি স্থাপিত হয়-
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
১৯৭৬ সালে
১৯৭৭ সালে
 
4. “ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষট + দশ
সড় + শ
ষোড় + অশ
ষোড় + শ
 
5. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
 
6. বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে?
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
 

7. He deals --- rice বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
with
in
at
by
 
8. বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত-
গাজীপুরে
টঙ্গীতে
নারায়ণগঞ্জে
খুলনাতে
 
9. “মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।” -- পঙ্ক্তিটির রচয়িতা কে?
বিহারীলাল চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
 
10. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
বালকেরা ফুটবল খেলে
তাস খেলা ভাল নয়
কাচের জিনিস সহজে ভাঙে
টাকায় কি না হয়
 

       

Try Again

Back To MCQ Page