Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, বিটা-১৮.০৪.১৪
 
1. আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
৫৪ বছর
৪৫ বছর
৫০ বছর
৪৩ বছর
 
2. “পদ্ধতি” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
পদ + ধতি
পদ্ + হতি
পৎ + ধতি
পথ + ধতি
 
3. কোনটি শুদ্ধ বানান?
Catastrophe
Cetastrophe
Catarstrofee
Catastrophee
 
4. “মনীষা” শব্দের বিপরীত অর্থ---
নির্বোধ
প্রভা
মনস্বিতা
স্থিরতা
 
5. "A search for identity"- বইটি কার লেখা?
কবির চৌধুরী
মেজর আব্দুল জলিল
মেজর রফিকুল ইসলাম
সিরাজুল ইসলাম
 
6. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
১৮
১৬
১৫
২১
 

7. What is the antonym of "Expel"?
Eject
Dismiss
Admit
Banish
 
8. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়---
উপমিত
উপমান
উপমেয়
রূপক
 
9. “বামেতর” শব্দটির অর্থ
বামচোখ
ইতর
বামদিক
ডান
 
10. Noun of the word "Break" is -
breaking
breach
breakful
breakdown
 

       

Try Again

Back To MCQ Page