Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক ৩০.১০.১৫
 
1. বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দীনবন্ধু মিত্র
কালীপ্রসন্ন সিংহ
রাজা রামমোহন রায়
 
2. ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক?
বিল্ডিং অধ্যাদেশ
ভবন অননিয়ম
বিল্ডিং কোড
ভবন আইন
 
3. "গম্ভীর ধ্বনী" এর বাক্যসংকোচন করুন
মন্দ্র
মর্মন্তুদ
মধুপ
মন্ত্র
 
4. গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
সম্প্রদানে ৭মী
অপাদানে ৭মী
 
5. Who is the author of "India Wins Freedom"?
Abul Kalam Azad
Moulana Akram Khan
Mahatma Gandi
J.L. Nehru
 
6. বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি ---
জ্যা
চাপ
ব্যাসার্ধ
ব্যাস
 

7. পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩।
২৭ এবং ২৮
২৬ এবং ২৭
২৮ এবং ২৯
২৫ এবং ২৬
 
8. খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯ : ৪। খোকনের আয় ৯০ টাকা হলে মন্টুর আয় কত?
৪০
৬৫
৪৮
৬০
 
9. কোন বানানটি শুদ্ধ?
মন্ত্রিপরিসদ
মন্ত্রীপরিষদ
মন্ত্রিপরিষদ
মন্ত্রিপরিশদ
 
10. স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৪ বছর পরে ছেলের বয়স হবে ১১। বর্তমানে স্বামীর বয়স কত?
৩৩
৩০
৫২
৪৮
 

       

Try Again

Back To MCQ Page