Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
২০তম বিসিএস
 
1. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
৪২ বঃ মিঃ
৩৬ বঃ মিঃ
৪৮ বঃ মিঃ
৫০ বঃ মিঃ
 
2. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
দ্বিগুণ
পাঁচগিনের
তিনগুণ
চারগুণ
 
3. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
২৪.৫ কি: মিঃ
৩৭.৫ কি: মিঃ
৪২.০ কি: মিঃ
৪৫.০ কি: মিঃ
 

4. x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)^2 এর মান কত?
14
16
22
30
 
5. বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
৪৫৮ টাকা
৬৫০ টাকা
৭০০ টাকা
৭২৫ টাকা
 
6. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
৫৬ এবং ১৪ বছর
৩২ এবং ৮ বছর
৩৬ এবং ৯ বছর
৪০ এবং ১০ বছর
 

       

Try Again

Back To MCQ Page