Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৮তম বিসিএস
 
1. বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
শব্দ
বর্ণ
ধ্বনি
চিহ্ন
 
2. কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
চাষী জীবনের করুণ চিত্র
কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
 
3. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
দোলনচাঁপা
সোনারতরী
মানসী
 

4. সন্ধির প্রধান সুবিধা কি?
পড়ার সুবিধা
লেখার সুবিধা
উচ্চারণের সুবিধা
শোনার সুবিধা
 
5. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
দুল + না
দোল + না
দোল + অনা
দোলনা + আ
 
6. 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
সমুচ্চয়ী
অনন্বয়ী
পদান্বয়ী
অনুকার
 

       

Try Again

Back To MCQ Page