Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৬তম বিসিএস
 
1. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুথ্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?
২১ জুলাই,১৯৯৪
২২ জুলাই, ১৯৯৪
২৩ জুলাই,১৯৯৪
২৪ জুলাই, ১৯৯৪
 
2. পীট কয়লার বৈশিষ্ট হল-
মাটির অনেক গভীরে থাকে
ভিজা ও নরম
পাহাড়ী এলাকায় পাওয়া যায়
দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
 
3. দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায় দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
২০ দিন
২২ দিন
২৪ দিন
২৬ দিন
 
4. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
প্রায় ১২ ঘন্টা
প্রায় ২৪ ঘন্টা
প্রায় ৬ ঘন্টা
চাদের তিথি অনুসার ভিন্ন
 
5. Something that is ‘fresh’ is something-
Recently printed of published
In fairly good condition
Disrespectful
Pleasant
 
6. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
২২/৭
২৫/৯
প্রায় ৫
 

7. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
বাক্যের সরল ও জটিল রূপ
শব্দের রূপগত ভিন্নতায়
তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
 
8. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
১৯৪৫ সাল হতে
১৯৪৬ সাল হতে
১৯৪৭ সাল হতে
১৯৪৮ সাল হতে
 
9. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
২০৪৮
৫১২
১০২৪
৪৮
 
10. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
১৯০৩ সালে
১৯০৫ সালে
১৯০৯ সালে
১৯১২ সালে
 

       

Try Again

Back To MCQ Page