Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৫তম বিসিএস
 
1. কোনটি রক্তের কাজ নহে?
কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
হরমোন বিতরণ করা
জারক রস বিতরণ করা
 
2. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
অধ তৎসম ও তৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
শব্দের কথ্য ও লেখ্য রূপে
বাক্যের সরলতা ও জটিলতায়
 
3. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
মায়ানমার
জর্ডান
ইরাক
ইসরাইল
 
4. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
তিউনিস
কায়রো
রাবাত
জেদ্দা
 
5. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
ইথিওপিয়া
নাইজেরিয়া
কেনিয়া
সুদান
 
6. Which of the following is a correct sentence?
He was too clever not to miss the point
He was so clever to miss the point
He was too clever to miss the point
He was too clever to grasp the point
 

7. The World Economic Forum কর্তৃক নিধারিত International Competitiveness Ranking এ ২০১৬ সালে কোন দেশ শর্বও স্থান অধিকার করেছে?
দক্ষিণ কোরিয়া
সুইজারল্যান্ড
জাপান
জার্মানি
 
8. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
ইচ্ছাময়
ঐচ্ছিক
ইচ্ছুক
অনিচ্ছা
 
9. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
৮,০০০কি:মি
৫,২০০কি:মি
১১,০০০কি:মি
কোনটিই নয়
 
10. রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
১৫০
১৫৬
১৭৮
১৭৯
 

       

Try Again

Back To MCQ Page