Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১২তম বিসিএস
 
1. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
এটি হাল্কা ও দামে সস্তা
এটি সব দেশেই পাওয়া যায়
এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
 
2. আকাশে বিদ্যুৎ চমকায় -
মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
 
3. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
 

4. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
 
5. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
নাইট্রিক এসিড
সালফিউরিক এসিড
এমোনিয়াম ক্লোরাইড
হাইড্রোক্লোরিক এসিড
 
6. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
বাষ্পীয় ইঞ্জিন
অন্তর্দহন ইঞ্জিন
স্টারলিং ইঞ্জিন
রকেট ইঞ্জিন
 

       

Try Again

Back To MCQ Page