Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- দানিয়ুব- ০৮.১১.২০১৩
 
61. ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
উত্তরঃ
 
62. 1+2+3+4+------+99= কত?
ক. 4950
খ. 4850
গ. 4750
ঘ. 4650
উত্তরঃ
 
63. সামান্তরিকের ক্ষেত্রফল কত?
ক. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
খ. দৈর্ঘ্য × প্রস্থ
গ. ভূমি × উচ্চতা
ঘ. ১/২ (ভূমি × উচ্চতা)
উত্তরঃ
 
64. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
ক. PC=PD
খ. PB = PD
গ. PB = PA
ঘ. PB = PA
উত্তরঃ
 
65. ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
ক. ০.০০২৪
খ. ০.০০৩২
গ. ০.০০০৩২
ঘ. ০.০০০০৩২
উত্তরঃ
 

66. ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪ ----- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৮৯
খ. ৬৮
গ. ৫৮
ঘ. ৫৫
উত্তরঃ
 
67. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। প্রথম দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
ক. ১১/৩০
খ. ৯/২০
গ. ৩/৫
ঘ. ১১/১৫
উত্তরঃ
 
68. ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?
ক. ২৪ দিনে
খ. ২৮ দিনে
গ. ৩০ দিনে
ঘ. ৩৬ দিনে
উত্তরঃ
 
69. P:Z  কে P : Z এর কি বলা হয়?
ক. দ্বিভাজিত অনুপাত
খ. মিশ্র অনুপাত
গ. ত্রিভাজিত অনুপাত
ঘ. সমানুপাত
উত্তরঃ
 
70. x+y =12 এবং x-y=2 হলে xy এর মান কত?
ক. 70
খ. 35
গ. 144
ঘ. 140
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question