Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৫তম বিসিএস
 
1. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
ক. ভিয়েতনাম
খ. মিয়ানমার
গ. নেপাল
ঘ. ভুটান
উত্তরঃ
 
2. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?
ক. ১ জুলাই ১৯৯১
খ. ১ জুলাই ১৯৯৩
গ. ১ জুলাই ১৯৯৪
ঘ. ১ জানুয়ারী ১৯৯৬
উত্তরঃ
 
3. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক. জিকা
খ. ইউএন ডিপি
গ. বিশ্বব্যাংক
ঘ. আই এম এফ
উত্তরঃ
 
4. কর্নফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
ক. ত্রিপুরা
খ. আসাম
গ. মনিপুর
ঘ. মেঘালয়
উত্তরঃ
 
5. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা লাভ করে?
ক. ২০০০
খ. ২০০১
গ. ১৯৯৯
ঘ. ১৯৯৮
উত্তরঃ
 

6. √2 সংখ্যাটি কী সংখ্যা?
ক. একটি স্বাভাবিক সংখ্য
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ
 
7. ১ মিটার কত ইঞ্চির সমান?
ক. ৩৯.৪৭ ইঞ্চি
খ. ৩৭.৩৯ ইঞ্চি
গ. ৩৯.৩৭ ইঞ্চি
ঘ. ৩৭.৪৯ ইঞ্চি
উত্তরঃ
 
8. x+1x=3 হলে x3+1x3 এর মান কত?
ক. 2
খ. 4
গ. 0
ঘ. 6
উত্তরঃ
 
9. ৩ দিনে একটি কাজের ১ ২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
ক. ৮১ দিন
খ. ৯ দিন
গ. ২৪৩ দিন
ঘ. ২৭ দিন
উত্তরঃ
 
10. x2-11x+30 এবং x3-4x2-2x-15 এর গ.সা.গু কত?
ক. x-5
খ. x-6
গ. x2+x+3
ঘ. x2-x+3
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question