Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৮তম বিসিএস
 
81. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক. ১১টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ৮টি
উত্তরঃ
 
82. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. সাধারণ বাক্য
গ. মিশ্র বাক্য
ঘ. সরল বাক্য
উত্তরঃ
 
83. 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ
 
84. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. সাহেব
খ. বেয়াই
গ. সঙ্গী
ঘ. কবিরাজ
উত্তরঃ
 
85. সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
উত্তরঃ
 

86. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
ক. ননদ
খ. প্রিয়
গ. শিষ্যা
ঘ. আয়া
উত্তরঃ
 
87. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক. নামপদ
খ. উপপদ
গ. প্রাতিপদিক
ঘ. উপমিত
উত্তরঃ
 
88. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
ক. তুই বাড়ি যা
খ. ক্ষমা করা ঘোর অপরাধ
গ. কাল একবার এসো
ঘ. দূর হও
উত্তরঃ
 
89. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক. আন
খ. আই, আও
গ. আল
ঘ. আও
উত্তরঃ
 
90. 'বচন' অর্থ কী?
ক. সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাপের ধারণা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question