Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৮তম বিসিএস
 
91. 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
ক. সমুচ্চয়ী
খ. অনন্বয়ী
গ. পদান্বয়ী
ঘ. অনুকার
উত্তরঃ
 
92. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. দুল + না
খ. দোল + না
গ. দোল + অনা
ঘ. দোলনা + আ
উত্তরঃ
 
93. 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
ক. গাছে তুলে মই কাড়া
খ. এক ক্ষুরে মাথা মোড়ানো
গ. ধরি মাছ না ছুই পানি
ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরঃ
 
94. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম
ঘ. বাক্য প্রকরণ
উত্তরঃ
 
95. কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ
খ. কুল
গ. বর্গ
ঘ. গ্রাম
উত্তরঃ
 

96. বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
ক. শব্দ
খ. বর্ণ
গ. ধ্বনি
ঘ. চিহ্ন
উত্তরঃ
 
97. সন্ধির প্রধান সুবিধা কি?
ক. পড়ার সুবিধা
খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা
ঘ. শোনার সুবিধা
উত্তরঃ
 
98. কোন বানান টি শুদ্ধ?
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন
উত্তরঃ
 
99. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. দোলনচাঁপা
গ. সোনারতরী
ঘ. মানসী
উত্তরঃ
 
100. কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question