Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৩তম বিসিএস
 
1. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
ক. ধূসর পান্ডুলিপি
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. একক সন্ধ্যায় বসন্ত
ঘ. অন্ধকার একা
উত্তরঃ
 
2. 'বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে'-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ. বনের পশু বনে থাকতে ভালবাসে
গ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তরঃ
 
3. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ক. ওরা কী করে?
খ. আপনি আসবেন
গ. আমরা যাচ্ছি
ঘ. তোরা খাসনে
উত্তরঃ
 
4. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-
ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ. অরুণের মত রাঙা- অরুণরাঙা
গ. হাসি মাখা মুখ- হাসিমুখ
ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
উত্তরঃ
 
5. কোনটি ঐতিহাসিক নাটক?
ক. শর্মিষ্ঠ্যা
খ. রাজসিংহ
গ. পলাশীর যুদ্ধ
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ
 

6. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?
ক. মহাকাব্যে
খ. নাটকে
গ. পত্রকাব্যে
ঘ. সনেটে
উত্তরঃ
 
7. 'মোসলেম ভারত' নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. মীর মোশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ
 
8. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
ক. হাতি/হাতী
খ. জাতি/ জাতী
গ. নারি/ নাড়ী
ঘ. দাদি/দাদউ
উত্তরঃ
 
9. মানিক বন্দ্যোপাধায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপ্যনাসের উপজীব্য-
ক. মাঝি-মাল্লার সংগ্রমশীল জীবন
খ. জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
গ. চাষী-জীবনের করুন চিত্র
ঘ. চরবাসীদের দুঃখী-জীবন
উত্তরঃ
 
10. 'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,একবিন্দু দিলেম শিশির'।-এ অংশটুকুর মূল পতিপাদ্য-
ক. প্রতিদান
খ. প্রত্যুপকার
গ. অকৃতজ্ঞতা
ঘ. অসহিষ্ণুতা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question