Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


মানবদেহ
 
11. রক্তশূন্যতা বলকে কি বুঝায়?
ক. রক্তে হিমোগ্লোবিন পরিমাণ হ্রাস পাওয়া
খ. রক্তের পরিমাণ কমে যাওয়া
গ. রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
ঘ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
উত্তরঃ
 
12. রক্ত শূন্যতার অপর নাম কি?
ক. লিউকোমিয়া
খ. অ্যানিমিয়া
গ. সিরোসিস
ঘ. জন্ডিস
উত্তরঃ
 
13. একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল?
ক. ইউরিক এসিড
খ. হিমোগ্লোবিন
গ. শর্করা
ঘ. কোলেস্টেরল
উত্তরঃ
 
14. মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
ক. ১: ৭০০
খ. ১: ১০০
গ. ১ : ৫০০
ঘ. ১ : ১২০
উত্তরঃ
 
15. What is the main function of white blood cells?
ক. To carry nutrients
খ. To combat infections
গ. To carry oxygen
ঘ. To give strength
উত্তরঃ
 

16. রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে?
ক. সিনসিটিয়াম
খ. লিউকোপোয়েসিস
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোপেনিয়া
উত্তরঃ
 
17. রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
ক. লোহিত কণিকা
খ. শ্বেত কণিকা
গ. শ্বেত ও লোহিত কণিকা
ঘ. কোন কণিকাই নহে
উত্তরঃ
 
18. রক্ত জমাট বাঁধায় কোন ধাতুর আয়ন সাহায্যে করে?
ক. আয়রন
খ. সোডিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তরঃ
 
19. দেহের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্যে করে?
ক. শ্বেত কণিকা
খ. লোহিত কণিকা
গ. অনুচক্রিকা বা প্লাটেলেটস
ঘ. রক্তরস
উত্তরঃ
 
20. আমাদের শরীরের কোন স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
ক. এলবোমিন
খ. ফাইব্রিনোজেন
গ. অক্সিহিমোগ্লোবিন
ঘ. হরমোন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter