Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


উদ্ভিদ বৈচিত্র্য
 
1. পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
ক. মস
খ. ঈস্ট
গ. ব্যাক্টেরিওফাজ
ঘ. এগারিকাস
উত্তরঃ
 
2. ঈস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
ক. মদ্য শিল্পে
খ. রুটি শিল্পে
গ. সাইট্রিক এসিড উৎপাদনে
ঘ. এক কোষীয় প্রোটিন
উত্তরঃ
 
3. এন্টিবায়েটিক ওষুধ তৈরি হয়-
ক. ফার্ন দিয়ে
খ. শৈবাল দিয়ে
গ. ছত্রাক দিয়ে
ঘ. লাইকেন দিয়ে
উত্তরঃ
 
4. মিউকর কি?
ক. একটি শৈবাল
খ. একটি ছত্রাক
গ. একটি ব্যাকটেরিয়া
ঘ. একটি ফার্ন
উত্তরঃ
 
5. ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?
ক. ব্যাকটেরিয়া
খ. শৈবাল
গ. ছত্রাক
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

6. ‘মাশরুম’ এক ধরনের?
ক. অপুষ্পক উদ্ভিদ
খ. পরজীবী উদ্ভিদ
গ. ফাঙ্গাস
ঘ. অর্কিড
উত্তরঃ
 
7. ক্লোরোফিলহীন উদ্ভিদ হল-
ক. ব্যাঙের ছাতা
খ. ইউগ্লিনা
গ. ক্রাইসিমিবা
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
8. Mushrooms belong to which of the following group?
ক. Animal
খ. Protist
গ. Fungi
ঘ. Plant
উত্তরঃ
 
9. কোন শ্রেণির উদ্ভিদের ক্লোরোফিল নেই-
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. মস
ঘ. ফার্ণ
উত্তরঃ
 
10. অসবুজ উদ্ভিদ কোনটি?
ক. শৈবাল
খ. ফার্ন
গ. ছত্রাক
ঘ. স্পাইরোগাইরা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter