Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


তড়িৎ
 
21. তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
ক. নিউটন-কুলম্ব
খ. নিউটন/কুলম্ব
গ. ডাউন/ই.এস.ইউ. চার্জ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
22. ‘Voltage’ এর সঠিক সংজ্ঞা হলো-
ক. বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
খ. বৈদ্যুতিক চাপের পরিমাণ
গ. বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
ঘ. একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
উত্তরঃ
 
23. The household line voltage (in volt) is approximately- Or বাংলাদেশর বাসা-বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই ভোল্টেজ হল......
ক. ১১০ ভোল্ট এ.সি
খ. ১১০ ভোল্ট ডি.সি
গ. ২২০ ভোল্ট এ.সি
ঘ. ২২০ ভোল্ট ডি.সি
উত্তরঃ
 
24. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে না,কারণ--
ক. বিদ্যুৎ স্পৃষ্প হলেও পাখী মরে না
খ. পাখির গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
গ. মাটির সঙ্গে সংযোগ হয় না
ঘ. পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রাবাহিত হয় না
উত্তরঃ
 
25. তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্যে দিয়ে--
ক. প্রোটনের প্রবাহ
খ. ইলেকট্রনের প্রবাহ
গ. নিউট্রনের প্রবাহ
ঘ. পজিট্রনের প্রবাহ
উত্তরঃ
 

26. বিদ্যুৎ প্রবহা মাপার যন্ত্রের নাম?
ক. অ্যাম্পিয়ার মিটার
খ. গ্যালভানোমিটার
গ. অ্যামিটার
ঘ. ভোল্টমিটার
উত্তরঃ
 
27. যে যন্ত্র দ্বারা ইলেকট্রিক কারেন্ট বা চার্জ মাপা হয়--
ক. ভেন্টিমিটার
খ. এ্যামিটার
গ. পটেনসিওমিটার
ঘ. গ্যালভানোমিটার
উত্তরঃ
 
28. এসি কারেন্টের বৈশিষ্ট্য হল-
ক. শুধু একদিকে চলে
খ. ব্যাটারি থেকে উৎপন্ন হয়
গ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
ঘ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না
উত্তরঃ
 
29. বাংলাদেশের বাসা বাড়িতে সরবারহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হল-
ক. ৬০ হার্জ
খ. ২২০ হার্জ
গ. ৫০ হার্জ
ঘ. ১১০ হার্জ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter