Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


পদার্থের শ্রেনীবিভাগ
 
1. বায়ু একটি-
ক. মৌলিক পদার্থ
খ. মিশ্র পদার্থ
গ. যৌগিক পদার্থ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
2. কোনটি মিশ্র পদার্থ?
ক. পানি
খ. লবণ
গ. বায়ু
ঘ. কার্বণ ডাই অক্সাইড
উত্তরঃ
 
3. নিচের কোন উক্তিটি সঠিক?
ক. বায়ু একটি যৌগিক পদার্থ
খ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
গ. বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ. বায়ু একটি মৌলিক পদার্থ
উত্তরঃ
 
4. নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়?
ক. বায়ু
খ. নিকেল
গ. শর্করা
ঘ. গোল্ড
উত্তরঃ
 
5. প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা-
ক. ৯৯
খ. ৯৮
গ. ৯১
ঘ. ৯২
উত্তরঃ
 

6. কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পাদর্থের সংখ্যা কতটি?
ক. ৫টি
খ. ১১টি
গ. ১৯টি
ঘ. ২০টি
উত্তরঃ
 
7. কোনটি মৌলিক পদার্থ?
ক. চিনি
খ. নিয়ন
গ. লবণ
ঘ. পানি
উত্তরঃ
 
8. কোনটি মৌলিক পদার্থ?
ক. লোহা
খ. ব্রোঞ্জ
গ. পানি
ঘ. ইস্পাত
উত্তরঃ
 
9. নিচের কোনটি মৌলিক পদার্থ নয়?
ক. সোনা
খ. রূপা
গ. তামা
ঘ. ইস্পাত
উত্তরঃ
 
10. পানি ও দুটোর সংমিশ্রণে একটি কম্পাউন্ড-
ক. অক্সিজেন ও হাইড্রোজেন
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ও নাইট্রোজেন
ঘ. অক্সিজেন ও হিলিয়াম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter