Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


কম্পিউটারের ইতিহাস
 
1. ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
ক. কেপলার
খ. নিউটন
গ. গ্যালিলিও
ঘ. আর্কিমিডিস
উত্তরঃ
 
2. কম্পিউটারের জনক বলা হয়---
ক. চার্লস ব্যাবেজ
খ. স্টিফেন হকিন্স
গ. আলফ্রেড নোবেল
ঘ. আইনস্টাইন
উত্তরঃ
 
3. Who designed the first computing machine in the world?/ পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের নকশাকারী কে?
ক. Jhon Von Nenumann
খ. Sir lsaac Newton
গ. Charles Babbage
ঘ. Bill Gates
উত্তরঃ
 
4. নিচের কোনটি Programmable system?
ক. Computer
খ. Television
গ. Radio
ঘ. Photocopying Machine
উত্তরঃ
 
5. কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম অটরেড
খ. ব্লেইসি প্যাসকেল
গ. হাওয়ার্ড এইকিন
ঘ. আবাকাস
উত্তরঃ
 

6. The first digital computer was invented by-/ প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক -
ক. William Otred
খ. Abacus
গ. Blais Pascal
ঘ. Haward Iikin
উত্তরঃ
 
7. বিশ্বের সর্বপ্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার --
ক. ENIAC
খ. EDVAC
গ. UNIVAC
ঘ. IBM
উত্তরঃ
 
8. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়--
ক. উইলবার রাইট
খ. টিম বার্নার্স লি
গ. জন বেয়ার্ড
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ
 
9. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক. ইউনিভ্যাক
খ. এরিয়াক
গ. পিডিপি
ঘ. এডস্যাক
উত্তরঃ
 
10. ইলেকট্রনিক্সের শুরু হয়--
ক. রোবট আবিষ্কারের মাধ্যমে
খ. ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
গ. I.C আবিষ্কারের সময় থেকে
ঘ. কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter